বরিশাল সদর উপজেলার নেহালগঞ্জ ফেরীঘাট এলাকা থেকে গলদা চিংড়ির ১৯ লাখ রেণু জব্দ করেছে কোস্টগার্ড। শুক্রবার ভোরে বিশেষ অভিযানে জব্দ করা রেনু সকাল সাড়ে ১০টার দিকে কীর্তনখোলা নদীতে অবমুক্ত করা হয়।
বরিশাল কোস্টগার্ডের সিনিয়র চিফ পেটি অফিসার মো. মকবুল হোসেন জানান, খুলনায় পাঁচারের উদ্দেশ্যে বিপুল পরিমাণ গলদা চিংড়ির রেনু ভোলা থেকে নৌকাযোগে নেহালগঞ্জ ফেরীঘাট আনা হয়। এ সময় নৌকা থেকে চিংড়ির রেণু ট্রাকে তোলা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে এ খবর পেয়ে কোস্টগার্ড সদস্যরা ভোরে নেহালগঞ্জ ফেরীঘাটে অভিযান চালায়। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে রেনু পাঁচারের সাথে জড়িতরা সটকে পড়ে। এ সময় বিশেষ ব্যবস্থায় রাখা গলদা চিংড়ির ১৯ লাখ রেনু জব্দ করেন তারা। পরে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে রেনুগুলো কীর্তনখোলা নদীতে অবমুক্ত করা হয়।
বিডি প্রতিদিন/৯ জুন ২০১৭/হিমেল