কেন্দ্রীয় জাসদ নেতা ইমাদদুল হক ইমদাদ পুত্র বগুড়া এসওএস স্কুলের ৯ম শ্রেণীর ছাত্র মাশুক ফেরদৌস মাশুকের হত্যার ঘটনায় পক্ষে বিপক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। একদিকে দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। অন্যদিকে এইক সময়ে অর্ধ কিলোমিটার দূরে মাশুক হত্যা মামলা থেকে ক্রিকেটার মুশফিকুর রহিমের বাবা মাহবুব হামিদ তারাসহ অন্যদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
গত ১১ মে রাতে শহরের মাটিডালী এলাকায় জাসদ নেতা এ্যাডঃ ইমদাদুল হক ইমদাদের স্কুল পড়ুয়া ছেলেকে হত্যা করে দুর্বৃত্তরা। ওই ঘটনায় জাতীয় ক্রিকেট দলের টেষ্ট অধিনায়ক মুশফিকুর রহিমের বাবা মাহবুব হামিদ তারা ও চাচা পৌর কাউন্সিলর মেজবাউল হামিদসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। ওই ঘটনায় মাটিডালী এলাকায় প্রতিবাদ সভায় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু দ্রুত অপরাধীদের গ্রেফতারের দাবি জানান।
শুক্রবার সকাল ১০টায় মাটিডালী বিমান মোড়ে মাশুক হত্যার বিচারের দাবিতে এলাকাবাসী এবং জাসদ নেতা ও বিভিন্ন পেশার লোকজন মানববন্ধন করে। মানববন্ধন থেকে বক্তারা মাহবুব হামিদ তারাসহ মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর শাস্তি দাবী করেন।
অপরদিকে একই সময়ে মাটিডালী উচ্চ বিদ্যালয়ের সামনে এলাকাবাসীর একাংশ মানববন্ধন করে। মানববন্ধন থেকে বক্তারা বলেন, মাশুক হত্যার সাথে মাহবুব হামিদ তারা ও তার ভাই জড়িত নয়। এসময় বক্তারা মামলা প্রত্যাহারের দাবি জানান।
বিডি প্রতিদিন/৯ জুন ২০১৭/হিমেল