সাতক্ষীরায় প্রধানমন্ত্রীর গাড়ি বহরে হামলার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি খালিদ মঞ্জুর ওরফে রোমেলকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার ভোররাতে সলঙ্গার পাঁচলিয়া এলাকা থেকে র্যাব-১২ সদস্যরা তাকে গ্রেফতার করেন। তিনি জেলার শাহজাদপুর উপজেলার কাদাই বাদলা গ্রামের মৃত এমএ গোফরান সরকারের ছেলে। দীর্ঘদিন যাবত রোমেল সাতক্ষীরার কলারোয়া থানার তুলসীডাঙ্গা গ্রামে বসবাস করছিলেন।
র্যাব-১২ ক্যাম্প কমান্ডার মেজর সাফায়াত আহম্মদ সুমন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে প্রধানমন্ত্রীর গাড়ী বহরে হামলার কথা স্বীকার করেছে। তিনি আরো জানান, আটক রোমেলের বিরুদ্ধে কলোরোয়া থানা আরো ৫টি জিআর মামলা রয়েছে।
বিডি প্রতিদিন/৯ জুন ২০১৭/হিমেল