নোয়াখালীর সেনবাগ উপজেলায় অস্ত্রসহ ৪ জনকে গ্রেফতার ও এক অপহৃতাকে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে উপজেলার রাস্তার মাথা কামাল পাশার পরিত্যক্ত ফার্ম থেকে তাদেরকে গ্রেফতার ও অপহৃতাকে উদ্ধার করা হয়। ওই সময় তাদের কাছ থেকে একটি বিদেশী পিস্তুল, একটি এলজি, ৭ রাউন্ড বুলে, ৬টি ককটেল ও ২টি তলোয়ার জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, একই উপজেলার কাবিলপুর ইউনিয়নের ডুমনাকান্দি গ্রামের আনোয়ার হোসেন শিপন (৩৮), মমিনুল হক (২৮), উপজেলার ও একই ইউনিয়নের দক্ষিন সাহাপুর গ্রামের হুমায়ন কবির হেদায়েত (৩৭),ওই উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের হুমায়ন কবির (৪০)।
অপহৃতা জালাল আহাম্মেদের গ্রামের বাড়ি ফেনী জেলার দাগনভূঞ্চা উপজেলার সেকান্তরপুর গ্রামে।
নোয়াখালী জেলা অতিরিক্ত পুলিশ সুপার একে এম জহিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুরে অপহৃতাকে উদ্ধারের জন্য সেনবাগ উপজেলার রাস্তার মাথার কামাল পাশার পরিত্যক্ত ফার্মে অভিযানে যায় জেলা ডিবি পুলিশ। পরে ডিবি পুলিশ ওই ফামের্র পরিত্যক্ত ঘরের চর্তুদিকে ঘিরে ফেলে ভিতরে প্রবেশ করে ৪ জনকে গ্রেফতার এবং অপহৃত জালাল আহাম্মেদকে উদ্ধার করে। ওই সময় পরিত্যক্ত ঘর থেকে একটি বিদেশী পিস্তুল, একটি এলজি, ৭রাউন্ড বুলেট ,৬টি ককটেল ও ২টি তলোয়ার জব্দ করা হয়।
তিনি আরো জানান, তাদের বিরুদ্ধে অস্ত্র, বিষ্ফোরক ও অপহরণের মামলার প্রস্তুতি চলছে।
বিডি প্রতিদিন/৯ জুন ২০১৭/হিমেল