সাভারে ইয়াবা ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগে ঢাকা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জসিম উদ্দিন আহমেদকে আটক করেছে গোয়েন্দা পুলিশ ডিবি। শুক্রবার ভোর রাতে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের ঝাউচর বাজার থেকে তাকে আটক করে গাজীপুর ডিবি পুলিশ।
এলাকাবাসী জানায় গত কয়েকদিন আগে গাজীপুরে কয়েক হাজার পিস ইয়াবাসহ দুই জনকে আটক করে ডিবি পুলিশ। পরে তাদের বিরুদ্ধে গাজীপুর থানায় মামলা দায়ের করা হয়। মামলার পরে ওই দুই জনের স্বীকারক্তিতে ইয়াবা ব্যবসা করে এমন অভিযোগে জসিমের নামেও থানায় মামলা করা হয়। পরে আজ সকালে গাজীপুর ডিবি পুলিশ জসিম উদ্দিন আহমেদকে আটক করে। এদিকে এলাকাবাসী অভিযোগ করেছেন লোক চক্ষর আড়ালে জসিম উদ্দিন এলাকায় ইয়াবা ব্যবসা করে আসছিলো।
ইয়াবা ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগে ঢাকা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জসিম উদ্দিন আহমেদকে আটক করার বিষয়টি নিশিচত করেছেন গাজীপুর ডিবি পুলিশের এসআই দেরিখ।
বিডি প্রতিদিন/৯ জুন ২০১৭/হিমেল