চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর সীমান্তে এক বাংলাদেশী নাগরিককে ধরে নিয়ে গেছে বিএসএফ। শুক্রবার বিকাল চারটার দিকে সীমান্ত এলাকার মাঠ থেকে বিএসএফ তাকে ধরে নিয়ে যায়। এদিকে বিএসএফের হাতে আটক বাংলাদেশী নাগরিককে ফেরত চেয়ে পত্র দিয়েছে বিজিবি।
চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক মো. রাশিদুল আলম জানান, দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর গ্রামের গোপাল মন্ডলের ছেলে কৃষক আবু বক্কর (৪০) শুক্রবার বিকাল চারটার দিকে ঠাকুরপুর সীমান্ত এলাকায় গরু চরাচ্ছিল। এ সময় ৮৯ নং মেইন পিলারের কাছ থেকে আবু বক্করকে ভারতের মালুয়াপাড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা ধরে নিয়ে যায়। এ ব্যাপারে চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে আবু বক্করকে ফেরত চেয়ে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত বিএসএফের পক্ষ থেকে কোনো সন্তোষজনক জবাব আসেনি।
বিডি প্রতিদিন/৯ জুন ২০১৭/হিমেল