চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার চিৎলা গ্রামের হাটপাড়ায় ঘুমন্ত অবস্থায় আল আমিন (১২) নামে মানসিক প্রতিবন্ধী এক শিশুকে কুপিয়ে হত্যা করেছে তার মা হাসিনা বেগম (৩৭)। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে নিজ বসতঘরের বারান্দায় এ ঘটনা ঘটে। নিহত আল আমিন চিৎলা গ্রামের আজিবার রহমানের ছেলে।
দামুড়হুদা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ মো. ফখরুল আলম খান জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে প্রতিদিনের মত আল আমিন নিজ বসতঘরের বারান্দায় ঘুমিয়ে পড়ে। রাত ১২টার দিকে মা হাসিনা বেগম ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তার নিজ প্রতিবন্ধী সন্তানকে হত্যা করে। খবর পেয়ে দামুড়হুদা থানা পুলিশ রাত ২টার দিকে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। মা হাসিনা বেগমকেও আটক করেছে পুলিশ।
শুক্রবার সকালে দামুড়হুদা থানায় লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়। পরে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে লাশের ময়নাতদন্ত সম্পন্ন করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
দামুড়হুদা থানার ওসি আরো জানান, নিহত শিশু আল আমিন ছিল মানসিক প্রতিবন্ধী। এ কারণে তার মায়ের সাথে তার সম্পর্ক ভাল ছিল না। শিশু আল আমিন তার মাকে মেরে ফেলারও হুমকি দিত। ভয়ে মা নিজেই তার সন্তান আল আমিনকে হত্যা করে। মা হাসিনা বেগমের স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ হত্যাকান্ডে ব্যবহৃত ধারালো অস্ত্রটিও উদ্ধার করেছে। এ ব্যাপারে মাকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/৯ জুন ২০১৭/হিমেল