ঝালকাঠির নলছিটির দপদপিয়া জিরোপয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে দেড় হাজার পিস ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে র্যাব। এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সহকারী পরিচালক মো. হাছান আলীর নেতৃত্বে অভিযান চলাকালে দুই ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় র্যাব সদস্যরা তাদের আটক করে। জিজ্ঞাসাবাদে আটককৃতরা তাদের নাম নাজিমউদ্দীন নাজু ও আব্দুল হালিম বলে জানায়।
নাজুর বাড়ি কক্সবাজারে এবং হালিমের বাড়ি পটুয়াখালীতে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১৫শ’ ৫০ পিস ইয়াবা। আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে নলছিটি থানায় সোপর্দ করে র্যাবের ডিএডি একেএম আবু হোসেন শাহরিয়ার বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে বলে জানানো হয়েছে।
বিডি প্রতিদিন/৯ জুন ২০১৭/হিমেল