বিএনপি'র ভাইস চেয়ারম্যান বেগমগঞ্জ থেকে নির্বাচিত সাবেক এমপি, সাবেক বাণিজ্য প্রতিমন্ত্রী বরকত উল্লাহ বুলু’র মুক্তির দাবিতে বেগমগঞ্জ উপজেলা ও চৌমুহনী পৌর বিএনপির উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১১টায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বেগমগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি এডভোকেট আবদুর রহিমের সভাপতিত্বে চৌমুহনী পাবলিক হলে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেলা বিএনপি সভাপতি গোলাম হায়দার বিএসসি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক এডভোকেট আবদুর রহমান।
এসময় চৌমুহনী পৌর বিএনপি সভাপতি জহির উদ্দিন হারুনের উপস্থাপনায় আরো বক্তব্য রাখেন- জেলা যুবদল সাধারণ সম্পাদক কামাক্ষ্যা চন্দ্র দাস, বেগমগঞ্জ উপজেলা বিএনপি সাংগঠনিক নাজমুল গণি চৌধুরী মান্না, জেলা বিএনপি সহসভাপতি সাদেক উল্যা, চৌমুহনী পৌর বিএনপি সাধারণ সম্পাদক মো. মহসিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহ জাফর উল্যা রাসেল, চৌমুহনী সরকারি কলেজের সাবেক ভিপি কবির উদ্দিন, জেলা কৃষকদল সভাপতি এডভোকেট রবিউল হাসান পলাশ, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম শাহীন, জামাল উদ্দিন চেয়ারম্যান, জেলা ছাত্রদল সভাপতি নুরুল আমিন খান, বেগমগঞ্জ উপজেলা শ্রমিক দল আহবায়ক আবদুল মালেক, উপজেলা যুবদল আহবায়ক সামছু তীবরিজ স্বপন, উপজেলা স্বেচ্ছাসেবক দল আহবায়ক আবু জাহের লিটন, উপজেলা ছাত্রদল আহবায়ক রুস্তম আলী, চৌমুহনী কলেজ ছাত্রদলের আহবায়ক খোরশেদ আলম, চৌমুহনী পৌর ছাত্রদলের আহবায়ক রাসেদ সুমন প্রমুখ।
বক্তারা, বিএনপির কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট, বেগমগঞ্জ থেকে বার বার নির্বাচিত সংসদ সদস্য বরকত উল্লাহ বুলুর ঈদের আগেই নিঃশর্ত মুক্তি দাবি করেন। অন্যথায়, ঈদের পরে বৃহত্তর কর্মসূচি চালিয়ে যাওয়ার হুমকি দেওয়া হয়।
বিডি প্রতিদিন/১০ জুন ২০১৭/হিমেল