জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি সকল খেলাধুলাকে রাজনীতির উর্ধ্বে রাখার অঙ্গীকার ব্যক্ত করে বলেছেন, পড়ালেখার পাশাপাশি প্রতিভা বিকাশে খেলাধুলার কোন বিকল্প নেই। মাদকের ভয়াল থাবা থেকে যুবকদের রক্ষা করতে সরকার খেলাধুলার উপর গুরুত্ব দিয়েছে। দিনাজপুরে এবার ৪শ' ছেলে-মেয়ে বিভিন্ন ইভেন্টে প্রশিক্ষিত হয়েছে। দিনাজপুর একদিন খেলাধুলায় শ্রেষ্ঠত্ব লাভ করবে। শিক্ষিত জাতি ও খেলাধুলায় পারদর্শিরা এখন জাতিকে উন্নয়নের অগ্রগতির পথ দেখাচ্ছে।
শনিবার দিনাজপুর গোর-এ শহীদ বড় ময়দানে প্রচেষ্টা জুনিয়র ক্রিকেট চ্যাম্পিয়নশীপ-২০১৭ এর চুড়ান্ত খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চুড়ান্ত খেলায় প্রচেষ্টা টাইগারসকে হারিয়ে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে প্রচেষ্টা বয়েস।
এসময় বক্তব্য রাখেন দিনাজপুর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাহফুজ্জামান আশরাফ, দিনাজপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান রাজু, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আজিজুর রহমান, মোসাদ্দেক হোসেন চৌধুরী পাপ্পু, মতিয়ার রহমান, সাধারন সম্পাদক সুব্রত মজুমদার ডলার, সহ-সাধারন সম্পাদক আছলাম হোসেন, কোষাধ্যক্ষ জায়েদী পারভেজ অপুর্ব,সদস্য মোস্তাক আহমেদ মিজানুর রহামান পাঠোয়ারী বাবু প্রমুখ।
পুরস্কার বিতরণীর পূর্বে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপিকে প্রচেষ্ঠা ক্রিকেট কোচিং সেন্টারের পক্ষে আবু সামাদ মিঠু সম্মানান ক্রেস্ট প্রদান করেন।
বিডি প্রতিদিন/১০ জুন ২০১৭/হিমেল