নাটোরের বাগাতিপাড়া উপজেলার তমালতলা কৃষি ও কারিগরি ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাজেদ-উর-রহমান চাঁদের দাপটে স্থবির হয়ে পড়েছে কলেজটির সকল কার্যক্রম। তিনি তার ক্ষমতার দাপটে কলেজ থেকে অবসরে যাওয়ার সময় তিনটি আলমারি ভরে নিয়ে গেছেন কলেজের ৮৬ জন শিক্ষক-কর্মচারির নিয়োগের কাগজপত্র, গভর্নিং বডির রেজুলেশন, মন্ত্রণালয়ের অডিট রিপোর্ট, উত্তীর্ণ হওয়া ছাত্রছাত্রীদের সনদপত্র, ব্যাংক হিসাবের সকল কাগজপত্র এবং কলেজের ৫২ বিঘা জমির দলিলসহ গুরুত্বপূর্ণ প্রায় সকল কাগজপত্র।
নতুন নিয়োগ পাওয়া অধ্যক্ষ পরিমল কুমার কুন্ডু কোন কাগজপত্র না থাকায় কলেজের স্বাভাবিক কোন কাজও করতে পারছেন না বলে জানিয়েছেন। অনেক অনুরোধের পরও কাগজপত্র না দেয়ায় তিনি নাটোরের অতিরিক্ত জেলা নির্বাহি ম্যাজিষ্ট্রেটের আদালতে সেগুলো উদ্ধারের জন্য মামলা করেন। পুলিশ তল্লাশী পরোয়ানা বলে অধ্যক্ষের নাটোর শহরের আলাইপুরের বাসায় চালিয়েছে অভিযান। তবে পুলিশ আসার খবরে অধ্যক্ষ বাসায় তালা মেরে সটকে পড়েন।
কলেজের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নাটোর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও নাটোর-১ আসনের সংসদ সদস্য মোঃ আবুল কালাম আজাদ বলেছেন, মাজেদুর রহমান চাঁদ কলেজের শুধু অধ্যক্ষ ছিলেন না। তিনি নাটোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন। তিনি ক্ষমতার বলে কলেজের কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন। এ কারণে তিনি অবসরে যাওয়ার সময় কলেজের নথিপত্র সরিয়ে নিজ হেফাজতে রেখেছেন। সর্বশেষ তিনি আইন অবজ্ঞা করে বাড়ি ছেড়ে পালিয়েছেন।
শনিবার দুপুরে অধ্যক্ষ পরিমল কুমার কুন্ডু বলেন, সাবেক অধ্যক্ষ ৬০ বছর বয়সে তার চাকুরীর মেয়াদ শেষ হলেও নানা ভাবে আরো ৫ বছর পদে অধিষ্ঠ থাকেন। পরে ছেড়ে যাওয়ার সময় প্রতিষ্ঠানের কোন হিসাব নিকাশ কাগজপত্র দিয়ে যান নাই। এমনকি তিনটি আলমারি ভরে নিয়ে গেছেন কলেজের সব গুরুত্বপূর্ণ কাগজ। ফলে কলেজের কোন স্বাভাবিক কাজও করতে পারছি না।
এ দিকে মাজেদ-উর-রহমান চাঁদের প্রতিবেশীরা জানিয়েছেন, শুক্রবার গভীর রাতে একটি ট্রাকে করে অধ্যক্ষ তার বাসার অনেক মালামাল সরিয়ে ফেলেছেন। এ ব্যাপারে কথা বলার জন্য সাবেক অধ্যক্ষ মাজেদুর রহমানের সাথে যোগাযোগের জন্য বার বার চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।
নাটোর সদর থানার ওসি শিকদার মোহম্মদ মশিউর রহমান জানান, পুলিশ সার্চ ওয়ারেন্ট নিয়ে সাবেক অধ্যেক্ষের বাসায় একাধিক বার গিয়েছিল। তবে বাসা তালাবদ্ধ থাকায় তাকে না পেয়ে পুলিশ বার বার ফিরে আসছে।
বিডি প্রতিদিন/১০ জুন ২০১৭/হিমেল