বগুড়া পৌরসভার ৪৩ কোটি ৫৭ লাখ ৩৬ হাজার ৯১৫ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। আজ সকাল ১১টায় পৌরসভা মিলনায়তনে বাজেট ঘোষণা করেন মেয়র এড. একেএম মাহবুবর রহমান।
২০১৭-১৮ অর্থবছরের বাজেটে রাজস্ব খাত-১ (রাজস্ব) রাজস্ব খাত (২) পানি, উন্নয়ন সহায়তা মঞ্জুরী, বাংলাদেশ মিউনিসিপাল ডেভলপমেন্ট ফান্ড এবং গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প থেকে সম্ভাব্য আয় ধরা হয়েছে ৪৩ কোটি ৯৯ লাখ ৯৭ হাজার ৩৮০ টাকা এবং এ বাজেটে ব্যয় ধরা হয়েছে ৪৩ কোটি ৫৭ লাখ ৩৬ হাজার ৯১৫ টাকা।
বাজেটে উল্লেখ্যযোগ্য ব্যয়ের খাতের মধ্যে পৌর মেয়র ও কাউন্সিলরদের সম্মানী ভাতা, কর্মচারীদের সম্মানী ভাতা, জ্বালানী তেল ক্রয় বাবদ সংস্থানপন খাতে সর্বোচ্চ ১০ কোটি ৬২ লাখ ৮০ হাজার টাকা এবং শিক্ষাখাতে ৬৬ লাখ ৮৫ হাজার, স্বাস্থখাতে ৪৪ লাখ ২০ হাজার টাকা ব্যয় ধরা হয়েছে।
বাজেট অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা প্রশাসক আশরাফ উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র সামছুদ্দিন শেখ হেলাল, কাউন্সিলর তরুন কুমার চক্রবর্তী, আরিফুর রহমান আরিফ, ইব্রাহিম হোসেন, হোসনে আরা হাসি, মারজিয়া হাসান রুমকি প্রমুখ।
বিডি প্রতিদিন/১০ জুন ২০১৭/হিমেল