মুন্সীগঞ্জে ফল ও বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১টার দিকে মুন্সীগঞ্জ শিল্পকলা একাডেমির অডিটরিয়ামে এ মেলার উদ্বোধন করা হয়।
জেলা প্রশাসন, বন অধিদপ্তর ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে শিল্পকলা একাডেমির মূল ফটকের সামনে ও মুন্সীগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনারের মাঠ প্রঙ্গনে এ মেলা ৪দিন থাকবে।
ফল ও বৃক্ষ মেলা উদ্বোধনী অনুষ্ঠানে মুন্সীগঞ্জ জেলা প্রশাসক সায়লা ফারজানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এড. মৃণাল কান্তি দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা অঞ্চল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ড.মো: আব্দুল মুঈদ, সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা হোসাইন মুহম্মদ নিশাদ, মুন্সীগঞ্জ জেলা সিভিল সার্জন ডা: মু. সিদ্দিকুর রহমান, জেলা কৃষি সম্পসারণ অধিদপ্ত এর উপ-পরিচালক হুমায়ুন কবির।
এ সময় উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ জেলা কৃষকলীগের সভাপতি মহসিন মাখনসহ জেলার সকল কৃষকবৃন্দ।
বিডি প্রতিদিন/১১ জুলাই ২০১৭/হিমেল