রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগ নেতাদের হাতে মারধরের শিকার ডেইলি স্টারের সাংবাদিক আরাফাত রহমানের পর এবার মামলা করলো পরিবহন কোম্পানী দেশ ট্রাভেলস। বাসের ওপর বেপরোয়া হামলা ও কাচ ভাঙচুরের ঘটনায় এক লাখ টাকা ক্ষতিপূরণ দাবি করে ছাত্রলীগের চারজনসহ অজ্ঞাত ৮-১০ জন নেতার নামে এই মামলা দায়ের করেন বাসটির সুপারভাইজার মো. মানিক হোসেন।
গত সোমবার রাত ১২ টার দিকে রাজশাহী নগরীর মতিহার থানায় দায়ের করা এই মামলার আসামিরা হলেন- বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান কানন, আইন বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, সহ-সভাপতি আহমেদ সজীব ও সাংগঠনিক সম্পাদক আবিদ আল হাসান লাবণ।
নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর বাংলাদেশ প্রতিদিনকে এ তথ্য নিশ্চিত করে বলেন, দেশ ট্রাভেলস’র সুপারভাইজার মো. মানিক হোসেন বাস ভাঙচুরের অভিযোগ এনে আরেকটি মামলা করেছে। তদন্ত করে দ্রুত অভিযুক্তদের আইনের আওতায় নিয়ে আসা হবে।
এর আগে গত সোমবার দেশ ট্রাভেলসের একটি বাসে হামলা করে ছাত্রলীগের ১০-১২ জন নেতাকর্মী। ঘটনার ছবি তুলতে গেলে আরাফাতের উপর বেপরোয়াভাবে হামলা চালায় ছাত্রলীগ নেতারা। এঘটনায় আরাফাত নিজেই বাদী হয়ে নগরীরর মতিহার থানায় রাবি শাখা ছাত্রলীগের ওই নেতাদের আসামি করে একটি ‘হত্যাচেষ্টা’ মামলা দায়ের করেন।
বিডি প্রতিদিন/১১ জুলাই ২০১৭/হিমেল