'পরিবার পরিকল্পনা জনগণের ক্ষমতায়ন, জাতির উন্নয়ণ' এই শ্লোগানকে সামনে রেখে মুন্সীগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে প্রথমে শিল্পকলা একাডেমি থেকে এক বণার্ঢ শোভাযাত্রা বের করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় জেলা প্রশাসক সায়লা ফারজানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট মৃণাল কান্তি দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডা: মু. সিদ্দিকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক শিক্ষা ও আইসিটি) মোহা: হারুন-অর-রশিদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া জাহান, জেলা পরিবার পরিকল্পনার উপ-পরিচালক একেএম মজিবুর রহমান, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মেহেরুন নেসা নাজমাসহ মুন্সীগঞ্জ জেলা পরিবার পরিকল্পনার সদস্যবৃন্দ।
অন্যদিকে, পরিবার পরিকল্পনার মাঠ পর্যায়ের কাজে ৭ জনকে সংর্বধনা দেওয়া হয়।লৌহজং উপজেলার ৬ জন ও মুন্সীগঞ্জ সদর উপজেলার ১ জনকে এই সংর্বধনা দেওয়া হয়।
বিডি প্রতিদিন/১১ জুলাই ২০১৭/হিমেল