অতিরিক্ত আইজিপি (অর্থ) মইনুল রহমান চৌধুরী (বিপিএম) মুন্সীগঞ্জ শহরের পুলিশ লাইন্সে ১০০ কেভি বৈদ্যুতিক জেনারেটর উদ্বোধন করেছেন। মুন্সীগঞ্জে পুলিশ লাইন্স ও পুলিশ সুপার কার্যালয় পরিদর্শনে এসে আজ বেলা সাড়ে ১০ টার দিকে বৈদ্যুতিক জেনারেটর উদ্বোধন করেন তিনি। এ সময় তিনি পুলিশ লাইন্সের বিভিন্ন স্থাপনা ঘুরে ফিরে দেখার পর জেলা পুলিশ সুপার কার্যালয়ে ছুটে যান।
সেখানে পুলিশ সদস্যদের কুচকাওয়াজে সালাম গ্রহন করেন অতিরিক্ত আইজিপি মইনুল রহমান চৌধুরী (বিপিএম)।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার শ্রীনগর সার্কেল সাইফুল ইসলাম, সিরাজদিখান-টঙ্গিবাড়ী সার্কেল লিমা আক্তার প্রমুখ।
বিডি প্রতিদিন/১১ জুলাই ২০১৭/হিমেল