ফেনীর দাগনভূঞার রাজাপুর ইউনিয়নে ট্রাক চাপায় কাতার প্রবাসী আবুল হাসনাত জুয়েল (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। মঙ্গলবার সকালে রাজাপুর ইউনিয়নের ফেনী-সোনাইমুড়ি সড়কের পূর্ব জয় নারায়নপুর প্রকাশ বানাপুকুর এলাকায় এ ঘটনা ঘটে।
জুয়েল ওই ইউনিয়নের তমিজ উদ্দিন ব্যাপারী বাড়ির আবুল খায়ের দুলালের ছেলে।
স্থানীয়রা জানায় নিহত জুয়েল রাজাপুর বাজার থেকে মোটরসাইকেলযোগে ফেনী যাওয়ার পথে বিপরীত দিক থেকে ছুটে আসা একটি সিএনজি চালিত অটোরিক্সার সাথে তার মোটরসাইকেল ধাক্কা খেয়ে বালি ভর্তি একটি ট্রাকের চাকার নীচে পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বিডি প্রতিদিন/১১ জুলাই ২০১৭/হিমেল