বগুড়ার আদমদীঘি উপজেলার নশরতপুর স্টেশন এলাকায় রেলওয়ে ভূমি বিভাগ অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে। মঙ্গলবার দুপুরে অর্ধশতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।
উচ্ছেদ অভিযানে নেতৃত্বদানকারী বগুড়ার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ডেপুটি রেভিনিউ কালেক্টর (আরডিসি) আনিসুজ্জামান জানান, একজন বৈধ লিজধারী ওই দুইটি অফিস করতে দিয়েছেন। তাই উচ্ছেদ করা সম্ভব হয়নি।
জানা গেছে, বগুড়ার আদমদীঘির নশরতরপুর স্টেশন এলাকায় প্রভাবশালীরা ভূমি দখল অব্যাহত রাখে। সেখানে অর্ধশতাধিক অবৈধ স্থাপনা গড়ে উঠে। রেলের ভূমি বিভাগ থেকে নোটিশ করায় অনেকে সরে যায়। আর যারা নোটিশ করার পরেও থেকে যায় তাদের উচ্ছেদ করা হয়েছে।
বগুড়ার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ডেপুটি রেভিনিউ কালেক্টর (আরডিসি) আনিসুজ্জামানের নেতৃত্বে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এসময় রেলওয়ে লালমনিরহাট বিভাগের ভূ-সম্পত্তি কর্মকর্তা রেজওয়ানুল হক, রেলওয়ে বগুড়া জোনের কার্য বিভাগের সহকারী প্রকৌশলী আব্দুস সোবহান প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/১১ জুলাই ২০১৭/আরাফাত