উপজেলা পরিষদের জমির অবৈধ দখলদারদের উচ্ছেদ বন্ধ করতে সাতক্ষীরার তালা উপজেলা নির্বাহী কর্মকর্তার নাম ভাঙ্গিয়ে ৪ লক্ষ ৩০ হাজার টাকা চাঁদা নিয়েছে জেলা পরিষদের এক মেম্বরসহ দুই প্রতারক। তালা বাজারের দুই ব্যবসায়ীর কাছ থেকে সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য মীর জাকির হোসেন ও তার সহযোগী সৈয়দ তরিকুল ইসলাম নামে এক যুবক এই টাকা নেন। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ফরিদ হোসেন বাদী হয়ে ওই দুই প্রতারকের নামে তালা থানায় একটি মামলা দায়ের করেছেন (মামলা নং-৭)।
তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ফরিদ হোসেন জানান, সাতক্ষীরা জেলার ঐতিহ্যবাহি বাণিজ্যিক এলাকা তালা সদরের উপজেলা পরিষদের প্রাচীরের পাশে উপজেলা পরিষদের জায়গা দখল করে দোকান ঘর নির্মান করার সময় সম্প্রতি হারান সাধু নামে এক ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়। সেই থেকে তালা উপজেলা পরিষদের জায়গা দখল করে অবৈধ দোকান ঘর নির্মান কাজ বন্ধ ছিল। জেল থেকে বের হয়ে পুনরায় ওই ঘর নির্মাণের কাজ শুরু করেন ওই ব্যবসায়ী। এ জন্য ওই ব্যবসায়ীর কাছ থেকে আমাকে (ইউএনওকে) ম্যানেজ করতে জেলা পরিষদের সদ্য নির্বাচিত মেম্বর মীর জাকির হোসেন ও তার সহযোগী তরিকুল ইসলাম ২ লক্ষ টাকা নেন। এছাড়া পাট ব্যবসায়ী কুমারেশ ঘোষের কাছে থেকে নেন আরও ২ লক্ষ ৩০ হাজার টাকা। কিন্তু উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘর নির্মাণ কাজে বাঁধা দিলে উপরোক্ত বিষয়টি জানাজানি হয় এবং ওই দুই ব্যবসায়ী বিষয়টি তার কাছে স্বীকার করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আরও জানান, বিষয়টি জানার পর তিনি তাৎক্ষণিকভাবে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে কথা বলে তাদের গ্রেফতারের নির্দেশ দেন। ওই দুই চাঁদাবাজের নামে তালা থানায় মামলা দায়ের করেন।
এ বিষয়ে মীর জাকির হোসেনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘বিষয়টি নিয়ে লেখা-লেখির কিছু নেই। বিষয়টি মিমাংসার চেষ্টা চলছে। আর তরিকুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তার নম্বর বন্ধ পাওয়া যায়।
বিষয়টি নিশ্চিত করে তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান হাফিজুর রহমান বলেন, আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/১১ জুলাই ২০১৭/হিমেল