মিউজিক ভিডিওতে কাজ করার কথা বলে মুঠোফোনে ডেকে এনে দুই তরুণীকে রাতভর গণধর্ষণ করে ডিবি পুলিশের সোর্স লিটন। এই ঘটনার প্রধান আসামি লিটনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ বিকালে মানিকগঞ্জের দৌলতপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এদিকে তার সহযোগী জাহাঙ্গীর ওরফে রেজাউলকে এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ।
তারা দুজনেই ধর্ষণের ঘটনাস্থল ওই ভবনের পঞ্চম তলার একটি রুমে ভাড়া থাকতো। দুটি পৃথক গোয়েন্দা সংস্থার সদস্য হিসাবে নিজেদের পরিচয় দিতো। আর এই পরিচয় দিয়েই তারা ফজরের নামাজের আগে প্রধান ফটকের তালা ভেঙে পালিয়ে গেছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা সাভার থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) শহীদ সোহরাওয়ার্দী বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ডিবি পুলিশের সোর্স লিটন আলী মন্ডলকে গ্রেফতার করা হয় । আসামিকে জিজ্ঞাসাবাদ চলছে, তার কাছ থেকে গুরুত্ত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।
বিডি প্রতিদিন/১১ জুলাই ২০১৭/হিমেল