‘পরিবার পরিকল্পনা: জনগণের ক্ষমতায়ণ, জাতির উন্নয়ণ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব জনসংখ্যা দিবসে সিলেটের বিশ্বনাথে শোভাযাত্রা, আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা প্রাঙ্গনে সমাবেশ এবং সকাল ১১টায় শোভাযাত্রা বের হয়। এরপর সাড়ে ১১টায় উপজেলা পল্লী উন্নয়ণ অফিস মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার অমিতাভ পরাগ তালুকদারের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য দেন মহিলা ভাইস চেয়ারম্যান বেগম স্বপ্না শাহীন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল হক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সোলেমান হোসেন, উপ-স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জালাল উদ্দিন, সাংবাদিক কাজী মো. জামাল উদ্দিন।
অন্যদের মধ্যে বক্তব্য দেন পরিবার পরিদর্শক আব্বাস আলী, পরিবার কল্যাণ সহকারি শিরিয়া বেগম। এসময় উপস্থিত ছিলেন সহকারি উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার বিধান রায়, পরিবার কল্যাণ সহকারি আজমান আলী, সমীরণ তালুকদার, কল্পনা তালুকদার, শংকরী রাণী চৌধুরী, খুশবা বেগম, গোপা দেব রায়, জহুরা বেগম, নীলিমা দাশ, ঊষা রাণী, অফিস সহকারী উজ্জল হোসেন, সাংবাদিক আক্তার আহমদ শাহেদ, নুরউদ্দিন প্রমুখ।
বিডি প্রতিদিন/১১ জুলাই ২০১৭/হিমেল