ময়মনসিংহের ভালুকায় মোফাজ্জল হোসেনকে (৪৫) নামে এক বালু ব্যবসায়ীকে নিখোঁজের ৪ দিন পর চট্টগ্রামের ফটিকছরি থেকে উদ্ধার করা হয়েছে। মোফাজ্জল ভালুকা উপজেলার সিডস্টোর এলাকার সিরাজ উদ্দিন খানের ছেলে।
ভালুকা মডেল থানা সূত্রে জানা যায়, ব্যবসায়ী মোফাজ্জল হোসেন অন্যান্য দিনের মত গত বৃহস্পতিবার নিজ বাসা থেকে বের হয়ে আসেন। পরে দুই দিন বাসায় না ফেরায় পরিবারের লোকেরা তার সন্ধান করতে থাকে এবং পরে গত শনিবার পরিবারের পক্ষ থেকে ভালুকা মডেল থানায় জিডি করা হয়।
ভালুকা মডেল থানায় জিডি করার পরপরই পরিবারের কাছে খবর আসে তাকে জিম্মি করা হয়েছে। জিম্মি দশা থেকে মুক্তি দেওয়ার জন্য তিন লাখ টাকা দাবি করা হচ্ছে। মুক্তিপণ না দিলে তাকে মেরে ফেলা হবে। পরে ভালুকা মডেল থানা পুলিম পরিদর্শক অপারেশন ফয়েজুর রহমান তথ্য প্রযুক্তির সহায়তায় চট্টগ্রামের ফটিকছরি থেকে তাকে উদ্ধার করে।
বিডি প্রতিদিন/১১ জুলাই ২০১৭/হিমেল