বগুড়া কেন্দ্রীয় শিল্প সমবায় ব্যাংকের প্রায় সোয়া কোটি টাকা জালিয়াতির মাধ্যমে আত্মসাতের অভিযোগের সত্যতা পাওয়ায় ব্যাংকটির সাবেক চেয়ারম্যান জহুরুল ইসলাম এবং সাউথ ইষ্ট ব্যাংকের সাবেক জ্যোষ্ঠ সহকারি ভাইস প্রেসিডেন্ট (বর্তমানে ফার্মাস ব্যাংকের শেরপুর জেলা সদর শাখার ব্যবস্থাপক) শহিদুল ইসলামের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। দুর্নীতি দমন আইনে দায়ের করা মামলায় এ অভিযোগপত্র দাখিল করা হয়।
মঙ্গলবার দুদকের বগুড়া সমন্বিত জেলা কার্যালয়ের সহকারি পরিচালক আমিনুল ইসলাম এই অভিযোগপত্র দাখিল করেন।
২০১৬ সালের ২৪ জানুয়ারি দুদকের বগুড়া কার্যালয়ের সাবেক উপ-পরিচালক নুর হোসেন বাদী হয়ে কেন্দ্রীয় শিল্প সমবায় ব্যাংকের এক কোটি ২৪ লাখ ১৮ হাজার টাকা জালিয়াতির মাধ্যমে আত্মসাতের অভিযোগে ওই মামলা দায়ের করেন।
মামলার অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে, বগুড়া কেন্দ্রীয় সমবায় শিল্প ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্বে থাকাকালে জহুরুল ইসলাম ব্যাংক কর্মকর্তা শহিদুল ইসলামের সঙ্গে যোগসাজোশ করে সমবায় অধিদপ্তরকে না জানিয়েই জালিয়াতির মাধ্যমে সমিতির ঋণের এক কোটি ২৪ লাখ টাকা নিজের ব্যক্তিগত হিসাব নম্বরে স্থানান্তর এবং গোপনে কয়েকটি ব্যাংকে পার করার পর তা আত্মসাত করেন।
বিডি প্রতিদিন/১১ জুলাই ২০১৭/হিমেল