খুলনা নগরীতে যুবলীগ কর্মী সাইদুর রহমান হাওলাদারকে (২৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে নগরীর জোড়াগেট পেট্রোল পাম্পের সামনে এ ঘটনা ঘটে।
সদর থানার উপ-পরিদর্শক (এসআই) অজিৎ কুমার দাস বলেন, যুবলীগ কর্মী সাইদুর রহমান জোড়া গেটে একটি চায়ের দোকানে বসে ছিলেন। এসময় ৪/৫ জন দুর্বৃত্ত জোড়া গেট পেট্রোল পাম্পের সামনে সাইদুরকে কুপিয়ে জখম করে। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। মাদক কেনাবেচা সংক্রান্ত শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, নিহত সাইদুর রহমান নগরীর ৭নং ঘাট এলাকার বাসিন্দা সেলিম হাওলাদারের ছেলে। মাদক সংক্রান্ত বিষয় নিয়ে এ হত্যার ঘটনা ঘটেছে।
বিডি প্রতিদিন/১১ জুলাই ২০১৭/আরাফাত