পটুয়াখালীর কলাপাড়ায় 'জাতীয় মৎস্য সপ্তাহ' উপলক্ষে স্থানীয় পর্যায়ে কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে সিনিয়র উপজেলার মৎস্য কর্মকর্তার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি মেজবাহ উদ্দিন মাননু’র সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কামরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য গবেষনা ইনিষ্টিটিউট খেপুপাড়া নদী উপ-কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা আহমেদ ফজলে রাব্বী, উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল হক বাবুল,কলাপাড়া প্রেসক্লাবের সদস্য রফিক বিশ্বাস।
মতবিনিময় সভায় জাতীয় মৎস্য সপ্তাহের বিভিন্ন বিষয় গণমাধ্যমকর্মীদের সামনে প্রজেক্টরের মাধ্যমে তুলে ধরা হয়। এ সময় স্থানীয় পর্যায়ে কর্মরত জাতীয় ও আঞ্চািলক পত্রিকার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কামরুল ইসলাম এ সময় বলেন, এ উপজেলার মৎস্য চাষীদের সেবার জন্য গত এক বছর আগে উদ্ভাবনী অ্যাপস তৈরি করা হয়েছে। এ অ্যাপসের মাধ্যমে ১৯৭৬ জন চাষীকে প্রতিনিয়ত নানা ধরণের পরামর্শ প্রদান করা হয়ে থাকে। এর ফলে প্রান্তিক চাষীরা ঘরে বসে তার কাংখিত সেবা পাচ্ছে। এর মধ্য দিয়ে আমরা উপকূলীয় কলাপাড়া উপজেলায় মৎস্য খাতে পরিবর্তন করার সুযোগ সৃষ্টি হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার