নেত্রকোনায় নানা আয়োজনে হুমায়ূন আহমেদের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার জন্মাস্থান নানার বাড়ি মোহনগঞ্জের শেখ বাড়িতে বাদ জোহর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অন্যদিকে লেখকের পৈত্রিক ভিটা কেন্দুয়ার কুতুবপুর গ্রামে প্রতিষ্ঠিত শহীদ স্মৃতি বিদ্যাপীঠের উদ্যোগে শোক র্যালি ও প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়। এর আগে স্কুলের শিক্ষার্থীরা কালো ব্যাজ ধারণ করে। এছাড়া বিদ্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হয়।
উল্লেখ্য, মায়ের প্রথম সন্তান হিসেবে লেখক হুমায়ূন আহমেদ ১৯৪৮ সালের ১৩ নভেম্বর নানার বাড়ি মোহনগঞ্জের শেখ বাড়িতে জন্মগ্রহণ করেন। পরবর্তীতে গত ২০১২ সালের ১৯ জুলাই ক্যান্সারে আক্রান্ত হয়ে আমেরিকার একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন।
বিডি প্রতিদিন/১৯ জুলাই ২০১৭/হিমেল