খুলনায় সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২২ দালালকে বিভিন্ন মেয়াদে আর্থিক জরিমানা ও কারাদন্ড দেওয়া হয়েছে। আজ সকালে দন্ডবিধির ২৯১ ধারায় গণউপদ্রব অপরাধে দালালদের সাজা প্রদান করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আল মামুন। সাজাপ্রাপ্তদের মধ্যে ২০ জন নারী।
র্যাব-৬, খুলনার স্পেশাল কোম্পানী কমান্ডার এনায়েত হোসেন মান্নান জানান, সরকারি হাসপাতালে আসা অসহায় রোগীদের প্রতারণার মাধ্যমে এইসব দালালরা বাইরের বেসরকারি ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যায়। সেখানে উচ্চমূল্যে চিকিৎসা সেবা নিতে বাধ্য হতো রোগীরা।
আটককৃতদের মধ্যে সুগন্ধা ডায়াগনস্টিক সেন্টারের মালিক মোঃ সেলিমকে (৪৭) ৫০ হাজার টাকা জরিমানা ও ১৫ দিনের কারাদণ্ড এবং ফরিদা বেগম (৪০) নামের একজনকে ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২০ জনের প্রত্যেককে ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।
এর আগে ১৪ সেপ্টেম্বর খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে অভিযানে আট দালালকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।
বিডি প্রতিদিন/২ অক্টোবর ২০১৭/হিমেল