মাগুরার মহম্মদপুর উপজেলার ঝামা বাজারের পাশে মধুমতি নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ২শ বছর ধরে হয়ে আসা এ গ্রামের ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা দেখতে রোববার বিকেলে নদীর দুই পাড়ে হাজার-হাজার দর্শনার্থীর সমাগম ঘটে। এ সময় যুব ও ক্রিড়া প্রতিমন্ত্রী অ্যাডভোকেট বীরেন শিকদার এমপি ও স্থানীয় সংসদ সদস্য উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় অংশ নেওয়া ৯ টি নৌকার মধ্যে গোপালগঞ্জের কোটালী পাড়ার নৌকা প্রথম, মাগুরার মহম্মদপুরের কালিশংকরপুরের নৌকা দ্বিতীয় ও রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থেকে আসা নৌকা তৃতীয় স্থান আর্জন করে। যুব ও ক্রিড়া প্রতিমন্ত্রী অ্যাডভোকেট বীরেন শিকদার এমপি প্রধান অতিথি হিসেবে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন।
স্থানীয় পলাশবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান রবিউল ইসলাম জানান, প্রতি বছর দুর্গা পূজার প্রতিমা বিসর্জনের পরদিন এ নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিগত দুইশ’ বছর ধরে এ প্রতিযোগিতা ও এ উপলক্ষে মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। শুধু এলাকাবাসী নয়, আশপাশের জেলা ফরিদপুর, নড়াইল, রাজবাড়ী, ঝিনাইদহ ও যশোর থেকে এ প্রতিযোগিতা দেখতে মানুষের সমাগম ঘটে।
স্থানীয় সংসদ সদস্য এবং যুব ও ক্রিড়া প্রতিমন্ত্রী অ্যাডভোকেট বীরেন শিকদার এমপি বললেন, মাননীয় প্রধানমন্ত্রীর ক্রিড়া মন্ত্রাণালয়কে গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলাধুলা নিয়মিতভাবে আয়োজনের নির্দেশ দিয়েছেন। যার ধারবাহিকতায় এই নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
বিডি প্রতিদিন/২ অক্টোবর ২০১৭/হিমেল