“গৃহায়ণ নীতিমালা সাধ্যের আবাস স্লোগান” কে সামনে রেখে নোয়াখালীতে বিশ্ব বসতি দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে সোমবার দুপুরে নোয়াখালী গতপূর্ত বিভাগের উদ্যোগে জেলা শহর মাইজদীতে র্যালি বের করা হয়। র্যালিতে নেতৃত্ব দেন নোয়াখালী গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো: কামরুল হাছান ও ঠিকাদার আবু নাছের।
এছাড়া র্যালিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপ-বিভাগীয় প্রকৌশলী আব্দুল আলী, মো: জোবায়ের মিথুন, আব্দুল ওয়াদুদ পিন্টু, ঠিকাদার মো: আবু নাছের, জিএস কাশেম, মো: ছায়েদুল হক উপসহকরী প্রকৌশলী আক্তার হোসেন, সারওয়ার হোসেন, জহিরুল হক, আব্দুল লতিফ, সুমন চন্দ্র নাথ, মো: শাহজাহান, ঠিকাদার মো: শহিদুল্লাহ, বেলায়েত হোসেন রয়েল, মোজাম্মেল হোসেন রুবেল, ইমাম হোসেন শিমুল, সিরাজ উদ্দিন শাহীন, নুর নবী, দুলাল, ও অফিসের প্রধান সহকারী আবুল খায়েরসহ প্রমুখ।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন