"টেকসই উন্নয়ন ও প্রবৃদ্ধির জন্য উৎপাদনশীলতা"এই স্লোগানকে সামনে রেখে নাটোরের জাতীয় উৎপাদনশীলতা উপলক্ষে র্যালী ও আলোচনা হয়েছে।
সোমবার সকাল ১০টার দিকে জেলা প্রশাসন ও বিসিকের আয়োজনে শহরের মাদ্রাসা মোড় থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলা প্রশাসকের কার্যলয়ের সামনে শেষ হয়। পরে সেখানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ড. চিত্রা লেখা নাজনীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শাহিনা খাতুন। এসময় বিসিক শিল্পনগরী উপ-পরিচালক বজলুর রশিদ, নাটোর চেম্বার অফ কমার্সের সভাপতি আমিনুল হক, নাটোর প্রেসক্লাবের সভাপতি জালাল উদ্দিনসহ অন্যন্যেরা উপস্থিত ছিলেন ।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন