‘সংঘাত নয়, জঙ্গিবাদ নয় - এসো ঐক্য ও সম্প্রীতির স্বদেশ গড়ি’- এ স্লোগানে বাগেরহাটে আন্তর্জাতিক অহিংস দিবসটি পালিত হয়েছে। সুজন, হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের আয়োজনে দিবসটি উপলক্ষে বাগেরহাট জেলার প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন এনজিও প্রতিনিধার অংশ নেয়।
মানবন্ধনে বক্তব্য দেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর খুলনা অঞ্চলের আঞ্চলিক সমন্বয়কারী আমেনা সুলতানা, সুজন - সুশাসনের জন্য নাগরিকের বাগেরহাট জেলা কমিটির সভাপতি অধ্যাপক মোজাফ্ফর হোসেন, সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম ঠান্ডু, হাঙ্গার প্রজেক্ট - বাংলাদেশ এর এস.পি.এল প্রজেক্টের বাগেরহাট জেলা ফ্যাসিলিটেটর উত্তম কুমার দত্ত, উদয়ন বাংলাদেশের নির্বাহী পরিচালক মো. আসাদুজ্জামান শেখ, ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের ফেলো ইমরুল কায়েস, পৌর ছাত্রলীগ সাধারণ সম্পাদক রানা সরদার, পেভ এ্যম্বসাডার এস.কে এ. হাসিব প্রমুখ।
বিডি প্রতিদিন/এ মজুমদার