কিশোরগঞ্জের হোসেনপুরে ট্রাক্টরের চাপায় মাহফুজ আলম (২৩) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি হোসেনপুরের দক্ষিণ মাধখলা গ্রামের বদরুল আলম ছোয়াদ মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সন্ধ্যায় মাহফুজ আলম মোটর সাইকেলযোগে বাড়ি থেকে কিশোরগঞ্জ সদরে যাবার পথে হোসেনপুরের রামপুর বাজারের কাছে বালুভর্তি একটি ট্রাক্টরের সাথে সংঘর্ষ হয়। এতে তিনি ট্রাক্টরের নিচে চাপা পড়েন। স্থানীয় লোকজন তাকে কিশোরগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে চিকিসক মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার