মিয়ানমারে রোহিঙ্গা মুসলমান গণহত্যা ও নারী নির্যাতনের প্রতিবাদে অং সান সু চির আন্তর্জাতিক আদালতে বিচারের দাবীতে বরিশালে মানববন্ধন করেছে বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ।
সোমবার বিকেলে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সিনিয়র নায়েবে আমীর মাওলানা শাহ আবু নছর নেছার উদ্দীন আহমদ।
সংগঠনের জেলা সভাপতি জামে এবায়েদুল্লাহ মসজিদের খতিব মাওলানা মির্জা নুরুর রহমান বেগের সভাপতিত্বে মানববন্ধনে বক্তৃতা করেন ডা. সৈয়দ শরাফৎ আলী, রুহুল আমিন ছালেহী, বোরহান উদ্দীন ছালেহী সহ অন্যান্যরা।
মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের গণহত্যা, ধর্ষণ, নির্যাতন করে বাড়ি-ঘড়ে আগুন দিয়ে দেশ ছাড়া করার ঘটনায় আন্তর্জাতিক আদালতে সু চির বিচারের দাবি জানান বক্তারা। মানববন্ধন শেষে রোহিঙ্গা মুসলিম সহ দেশবাসীর শান্তি কামনায় সেখানে বিশেষ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন