রাজনৈতিক নেতারা পরবর্তী নির্বাচন নিয়ে ভাবলেও একজন রাষ্ট্রনায়ক হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরবর্তী জেনারেশন নিয়ে ভাবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রী ওবায়েদুল কাদের।
আজ বিকালে কক্সবাজারের একটি হোটেলে অনুষ্ঠিত বাংলাদেশ আওয়ামী যুবলীগের চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান।
কক্সবাজার জেলা যুবলীগের সভাপতি খোরশেদ আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিনিধি সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী সাধারণ সম্পাদক মোঃ হারুনুর রশীদ প্রমুখ।
প্রতিনিধি সভায় বক্তারা যুবলীগ নেতাদের বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে দেশ গড়ার কাজে নিয়োজিত হওয়ার আহ্বান জানান। সভায় চট্টগ্রাম বিভাগের যুবলীগ নেতা কর্মীরা অংশ নেয়।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন