ধামরাই থেকে আমেনা নামে চার বছরের এক শিশুকে অপহরণ করা হয়েছে। শিশুটির পরিবার এই ঘটনায় ধামরাই থানায় একটি অপহরণ মামলা দায়ের করেছে।
এছাড়া পুলিশ অপহণের ঘটনায় জড়িত সন্দেহে বিউটি নামে এক নারী পোশাক শ্রমিককে আটক করেছে। সোমবার রাতে অপহৃত শিশু আমেনার বাবা বাবু বাদী হয়ে ধামরাই থানায় অপহরণ একটি মামলা করেন।
পুলিশ জানায়, অপহৃত শিশু আমেনার বাবার ফুফাতো বোন বিউটি আক্তার গত শুক্রবার ধামরাইয়ের ভাড়াড়িয়া ইউনিয়নের কাটাবৈর এলাকার থেকে বেড়ানোর কথা বলে বাসা থেকে আমেনাকে নিয়ে গিয়ে কৌশলে অপহরণ করে। পরে গত দুই দিন শিশু আমেনার পরিবার এদিক-সেদিক খোঁজাখুজি করে কোন সন্ধান না পেয়ে ধামরাই থানায় একটি অপহরণ মামলা দায়ের করে। থানায় মামলা দায়েরের পরপরই পুলিশ আমেনার বাবার ফুফাতো বোন পোশাক শ্রমিক বিউটিকে আটক করে। আটক বিউটির কথা বার্তা সন্দেহজনক বলে জানিয়েছে পুলিশ। এছাড়া অপহৃত আমেনাকে উদ্ধারে চেষ্টা চালানো হচ্ছে বলেও জানিয়েছে পুলিশ।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম দিপু বাংলাদেশ প্রতিদিনকে বলেন, মেয়েটি উদ্ধার করা হয়নি, অভিযান চলছে। এই ঘটনার নারীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ঢাকা জেলার অতিক্তির পুলিশ সুপার খোরশেদ আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনায় জড়িত একজনকে গ্রেফতার করা হয়। আমাদের পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মুক্তিপণ নেওয়া জন্য অপহরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন