লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় জায়গা জমি নিয়ে বিরোধের জের ধরে গত ১২ দিন ধরে বন্দি করে রাখা হয়েছে এক অসহায় পরিবারকে। চলাচলের একমাত্র ব্রিজ ভেঙ্গে দিয়ে কাঁটাতারের বেড়া দেওয়ার কারণে বাড়ি থেকে বের হতে পারছে না ওই পরিবারের সদস্যরা। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারের জাহানারা বেগম।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ৯নং দক্ষিণ চর আবাবিল ইউনিয়নের উদমারা গ্রামের মুন্সী বাড়ির প্রভাবশালী আব্দুল আলীর সঙ্গে ২ শতাংশ জমি নিয়ে বিরোধ চলে আসছে একই বাড়ির জাহানারা বেগমের সঙ্গে। জাহানারা বেগম ওই জমি দীর্ঘদিন ধরে ভোগ দখল করে আসছে। হঠাৎ করে গত ১২ সেপ্টেম্বর আব্দুল আলী ভাড়াটে লোকজন নিয়ে জাহানারা বেগমের পরিবারের চলাচলের একমাত্র ব্রিজ ভেঙ্গে দিয়ে ওই জমি দখল করে কাঁটাতার দিয়ে বেড়া দিয়েছে। বিষয়টি নিয়ে ভুক্তভোগী পরিবার রায়পুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
৯নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাছির উদ্দিন বেপারী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, জায়গা জমি নিয়ে দ্বন্দ্বের বিষয়টি সমঝোতার জন্য উভয় পরিবারকে সালিশী বৈঠকের কথা বলা হয়েছে। কিন্তু আব্দুল আলী সমঝোতা বৈঠকের আগেই লোকজন নিয়ে এই কাজ করেছে।
অভিযুক্ত আব্দুল আলী বলেন, আমার জমির উপর তার দিয়ে বেড়া দিয়েছি। অন্য কারো জমিতে বেড়া দেওয়া হয়নি। আর ব্রিজটিও আমার জমির মধ্যে পড়েছে তাই ভেঙ্গে দেওয়া হয়েছে।
রায়পুর থানার ওসি (তদন্ত) সোলাইমান চৌধুরী বলেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন