নেত্রকোনা পৌর শহরের কুড়পাড় এলাকায় একটি ৫ তলা ভবনের ২য় তলায় আজ সকালে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে নেত্রকানা ফায়ার স্টেশনের একটি ইউনিট প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় অতিরক্ত ধোঁয়ায় পাশের ফ্লাটের এক ভাড়াটেসহ ফায়ার কর্মী অসুস্থ হয়ে পড়েন।
নেত্রকানা ফায়ার ষ্টেশনের উপ সহকারী পরিচালক আবু আব্দুল্লাহ মো. সাইদুল্লাহ জানান, সকাল ৮টার দিকে কুড়পার এলাকার একটি ৫তলা বাসার ২য় তলার একটি তালাবদ্ধ কক্ষ থেকে ধোঁয়া বের হতে দেখেন এলাকাবাসী। খবর পেয়ে আমাদের ফায়ার কর্মীদের নিয়ে একঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। আগুনে কক্ষটির আসবাব পত্র পুড়ে গেছে। এসময় অতিরক্ত ধোয়ায় ফায়ারকর্মী আব্দুল হাই ও ওই বিল্ডংয়ের পাশের ফ্লাটের ভারাটে শিউলি আক্তার অসুস্থ হয়ে পড়েন। তাদেরকে উদ্ধার করে নেত্রকানা আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। প্রাথিমকভাবে ধারণা করা হচ্ছে, সটসার্কিট থেকে এই আগুনের সূত্রপাত ঘটতে পারে। বিল্ডিংয়ের নীচ তলায় বাসার মালিকের একটি ডাগনোস্টিক সেন্টার রয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার