২২ দিনের নিষেধাজ্ঞা অমান্য করে নদ-নদীতে ডিমওয়ালা মা ইলিশ শিকারের দায়ে বরিশাল সদর এবং বানারীপাড়ায় পৃথক অভিযান চালিয়ে আটক ৫ জেলেকে একমাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আজ সকালে পৃথক অভিযানের সময় ১৩ হাজার মিটার অবৈধ কারেন্ট ও সুতাজাল এবং ১৫ কেজি ডিমওয়ালা মা ইলিশ উদ্ধার করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবিরের নেতৃত্বে নগরীর সংলগ্ন কীর্তনখোলা নদীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালত হয়। এ সময় নিষেধাজ্ঞা উপেক্ষা করে ডিমওয়ালা মা ইলিশ শিকার করার অভিযোগে আটক করা হয় নগরীর ২৫ নম্বর ওয়ার্ড রূপাতলীর শাহিন হাওলাদার (৩৫) ও সদর উপজেলার চরআইচা গ্রামের হাসান সিকদারকে (২৫)। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট ও সুতাজাল। পরে তারা তাদের অপরাধ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালত তাদের দুই জনকে এক মাস করে বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন। একই সাথে জব্দকৃত ১০ হাজার মিটার জাল আগুনে পুড়িয়ে ফেলা হয়।
এদিকে বানারীপাড়ার চিরাপাড়া সংলগ্ন সন্ধ্যা নদীতে পৃথক অভিযান চালিয়ে ৩ জেলেকে ৩ হাজার মিটার কারেন্ট জাল এবং ১ কেজি ডিমওয়ালা মা ইলিশ সহ আটক করেন ভ্রাম্যমান আদালত। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান আটক ৩ জেলে ফারুক রায়বাসিয়া (৫৭), হেলাল হাওলাদার (২৫) এবং এমরান হাওলাদারকে (১৮) এক মাস করে বিনাশ্রম কারাদন্ড দেন।
জব্দকৃত জাল পুড়িয়ে ফেলা হয় এবং ১৫ কেজি মা ইলিশ এতিম-দুস্থদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার