বাজার থেকে নিখোঁজ হওয়ার একদিন একরাত পর আরশাদ আলী (৫২) নামে এক ব্যাক্তির লাশ মিলল পার্শ্ববর্তী গ্রামর এক বাশ ঝাড়ে। নেত্রকানা জেলার সদর উপজেলার দক্ষিণ বিশিউরা ইউনিয়নের বড় নন্দোরা গ্রামের একটি বাঁশঝাড় থেকে আজ দুপুরে নেত্রকানা মডেল থানার পৃলিশ লাশটি উদ্ধার করে।
নেত্রকানার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ছানোয়ার হোসেন জানান, গত ১ অক্টোবর রাতে দক্ষিণ বিশিউড়া বাজার থেকে আনুমানিক রাত ৮ টার দিকে দাপুনিয়া গ্রামের আরশাদ আলী নামে নিখোঁজের একটি ডায়েরি হয়। গত ২ অক্টোবর ডায়েরি করেন আরশাদ আলীর ভাতিজা রমজান আলী। দাপুনিয়া গ্রামের পাশের গ্রাম বড় নন্দোরা গ্রামর জঙ্গলের বাঁশঝাড়ে লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী থানায় খবর দেয়। লাশের গলায় একটি গামছা প্যাঁচানো রয়েছে। দ্রুতই ঘটনার রহস্য উদঘাটন হবে বলে তিনি জানান। আরশাদ আলী দাপুনিয়া গ্রামের মৃত খোরশেদ আলীর ছেলে।
বিডি প্রতিদিন/এ মজুমদার