সাতক্ষীরার কলারোয়া সীমান্ত এলাকা থেকে নারী ও শিশুসহ মিয়ানমারের ৭ রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার উপজেলার হিজলদী বাজার থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা দালালের মাধ্যমে ভারতে পাচার হয়ে যাচ্ছিল বলে বিজিবি জানায়।
আটক মিয়ানমারের ৭ রোহিঙ্গা শরণার্থীরা হলেন মংড়ু জেলার আইক্যাম্প থানার ধৌনশীলখালী গ্রামের মৃত আব্দুর রশীদের ছেলে মো. পারভেজ (২০), একই এলাকার মো. কাদের হোসেনের ছেলে মো. সাইফুল ইসলাম (২৭) ও তার স্ত্রী মোছা. শুকতারা (১৯), মংড়ু জেলার বড় সিকদারপাড়া গ্রামের মৃত সৈয়দ আহমদের ছেলে সেলিম আহমদ (২৮), তার স্ত্রী মোছা. আসমা খাতুন (২৩) এবং তাদের দুই শিশু সন্তান মো. জাকির হোসেন(২) ও মোছা. মরিয়ম।
কলারোয়া ৩৮/ই কোং হিজলদী বিওপির নায়েক সুবেদার মো. ওমর ফারুক বাংলাদেশ প্রতিদিনকে জানান, গোপন সূত্রে সংবাদ পেয়ে মঙ্গলবার সীমান্তের মেইন পিলার ১৪/২এসআরবি হতে ১০০ গজ বাংলাদেশ সীমানার অভ্যন্তরে হিজলদী বাজার হতে তাদের আটক করা হয়। এসময় দালাল চক্র বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। আটককৃতদের বিজিবি হেফাজতে রেখে কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে পাঠানোর প্রক্রিয়া চলছে।
বিডি-প্রতিদিন/০৩ অক্টোবর, ২০১৭/মাহবুব