বগুড়ার ধুনটে প্রকাশ্যে ছাত্রলীগ কর্মী চপল মাহমুদ শুক্কুরকে কুপিয়ে আহত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে করেছে পৌর ছাত্রলীগ। মঙ্গলবার সকাল ১১টায় পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নিয়ামুল হাসান লিমের নেতৃত্বে মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। দলীয় কার্যালয়ের সামনে উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া খন্দকারের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশ বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খান, বগুড়া জেলা পরিষদের সদস্য ফজলুল হক, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শফিকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মজিদ মিল্টন, সাবেক সভাপতি ইকবাল হোসেন রিপন, পৌর কাউন্সিলর বাবুল আকতার বাবু, রনজু মল্লিক, উপজেলা ছাত্রলীগের সাবেক স্কুল বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, এলাঙ্গী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক নূরে আলম সিভিল, ছাত্রলীগ নেতা রুবেল, সাকিব, স্বপন, রায়হান প্রমুখ।
উল্লেখ্য, গত রবিবার বিকালে ধুনট বাজারের জিয়োপয়েন্ট এলাকায় ছাত্রলীগ কর্মী চপল মাহমুদ শুক্কুরকে দুর্বত্তরা নির্মমভাবে কুপিয়ে আহত করে। বর্তমানে তিনি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ছাত্রলীগ কর্মী চপল মাহমুদকে কুপিয়ে আহত করার প্রতিবাদে এবং হামলাকারীদের গ্রেফতারের দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে উপজেলা ও পৌর ছাত্রলীগ। ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতার না করা হলে হরতাল ও অবোরোধ কর্মসূচি পালনের ঘোষণা দেন ছাত্রলীগ নেতাকর্মীরা।
বিডি প্রতিদিন/৩ অক্টোবর ২০১৭/হিমেল