মহাসড়কের হাটিকুমরুল গোলচত্বতরে যাত্রীবাহী বাস থেকে সমিতির নামে গাড়ি প্রতি ২শ’ থেকে ৭শ’ টাকা করে চাঁদাবাজি এবং চাঁদা না দেয়ায় বাস ভাঙচুর ও শ্রমিকদের মারপিটের প্রতিবাদে সিরাজগঞ্জ জেলা বাস মালিক সমিতি সড়ক অবরোধ করে। জেলা শহর ও মহাসড়কের কড্ডা, হাটিকুমরুল, চান্দাইকোনায় দুপুর ১টা থেকে প্রায় একঘণ্টা অবরোধ করে রাখা হয়। এতে আঞ্চলিক সড়ক ও মহাসড়ক অচল হয়ে পড়ে। ফলে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়ে। পরে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে মিমাংসার আশ্বাসে ব্যারিকেড তুলে নেয়া হলেও বর্তমানে সিরাজগঞ্জ থেকে উল্লাপাড়া, শাহজাদপুরে বাস চলাচল বন্ধ রয়েছে।
সিরাজগঞ্জ জেলা বাস মালিক সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে সভাপতি জিন্নাহ আলমাজী জানান, তথাকথিত উল্লাপাড়া বাস-মালিক সমিতির সভাপতি আব্দুস সামাদ দীর্ঘদিন ধরে মহাসড়কের হাটিকুমরুল গোলচত্বরে সন্ত্রাসী কায়দায় প্রতি বাস থেকে ২শ’ থেকে ৭শ টাকা করে চাঁদা আদায় করত। এ নিয়ে প্রতিবাদ করলে সে আরো বেপরোয়া হয়ে ওঠে। সোমবার এ ঘটনাকে কেন্দ্র করে সিরাজগঞ্জ থেকে ছেড়ে যাওয়া বাসগুলো উল্লাপাড়া থেকে ফেরত পাঠাতে থাকে। পরে মালিক সমিতির সিদ্ধান্ত মোতাবেক উল্লাপাড়ার বাস জেলা সদরে আসতে বাঁধা দেয়া হয়।
এ অবস্থায় মঙ্গলবার দুপুরে উল্লাপাড়া বাসমালিক সমিতির সভাপতি আব্দুস সামাদের নেতৃত্বে একদল সন্ত্রাসী হাটিকুমরুল গোলচত্বরে কয়েকটি বাস ভাংচুর করে। এ ঘটনার প্রতিবাদে সড়ক-মহাসড়কে ব্যারিকেড দেয়া হয়। পরে প্রশাসনের হস্তক্ষেপে বৈঠকের আশ্বাস দেয়ায় ব্যারিকেড তুলে নেয়া হয়। সংবাদ সম্মেলনে বাস মালিক সমিতির সাধারন সম্পাদক লিটন সেখ, বাস শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক আনসার আলীসহ শ্রমিকনেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার শাহীন আলম খান জানান, বর্তমানে বাস চলাচল অব্যাহত রয়েছে। জেলা প্রশাসক কার্যালয়ে দু'পক্ষের সমন্বয়ে বৈঠক ডাকা হয়েছে। সেখানেই বিষয়টি মিমাংসা হওয়ার কথা রয়েছে।
বিডি প্রতিদিন/৩ অক্টোবর ২০১৭/হিমেল