বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া ইউনিয়নের কালীতলা গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর ১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
তারা হলেন-ওই গ্রামের সতীশ ঘরামীর ছেলে বরুন ঘরামী (২৫) এবং গৌতম দাসের ছেলে আশিষ দাস (১১)।
স্থানীয় বাসিন্দা সঞ্জয় গুহ জানান, মঙ্গলবার দুপুর ১টার দিকে আশিষ দুষ্টুমির ছলে তার মামার ঘরের টিনের চালায় ওঠে। ওই চালায় বিদ্যুতের ক্যাবল ছিড়ে পড়ে থাকায় সাথে সাথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে টিনের চালায় নিথর পড়ে থাকে। এই দৃশ্য দেখে ক্যানেডির ভাতিজা বরুন টিনের চালায় উঠলে সেও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়।
কিছুক্ষণ পর বাড়ির অন্যান্যরা বিদ্যুৎ সংযোগ বন্ধ রেখে দুইজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আক্তারুজ্জামান জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আশিষ এবং বরুন নামে দুইজন মারা গেছে। সুরতহাল শেষে তাদের লাশ সৎকারের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/০৩ অক্টোবর ২০১৭/এনায়েত করিম