সিরাজগঞ্জের বেলকুচিতে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখী সংঘর্ষে স্কুল ছাত্রীসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩ জন আহত হয়েছেন।
মঙ্গলবার বিকেল ৪টার দিকে সিরাজগঞ্জ-বেলকুচি আঞ্চলিক সড়কের তামাই বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতেরা হলেন- বেলকুচি উপজেলার দেলুয়া ঈদগাঁ মাঠ এলাকার আলমগীর হোসেনের ছেলে রাব্বি হোসেন (৪০) ও এনায়েতপুরের স্কুল ছাত্রী রিমা খাতুন। এছাড়া আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বেলকুচি থানার উপ-পরিদর্শক শরিফুল ইসলাম জানান, সিরাজগঞ্জ কড্ডা থেকে এনায়েতপুরগামী যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাটি তামাই এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বাসের মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশা যাত্রী রাব্বি মারা যান এবং চারজন আহত হন। হাসপাতালে নেয়ার পর স্কুলছাত্রী রিমাও মারা যান।
বিডি প্রতিদিন/০৩ অক্টোবর ২০১৭/এনায়েত করিম