বরিশালের উজিরপুরে মাদক সেবনের টাকা না পেয়ে মাকে মারধর করার দায়ে মাদকাসক্ত ছেলে শফিকুল ইসলামকে (১৯) দুুই বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝুমুর বালার নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত গত সোমবার রাতে এই দণ্ডাদেশ দেন। শফিকুল উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নের বাহেরঘাট গ্রামের মজিদ বেপারীর ছেলে।
উজিরপুর থানার ওসি গোলাম সরোয়ার জানান, শফিকুল দীর্ঘদিন ধরে ইয়াবার নেশায় আসক্ত। গত সোমবার সকালে সে মাদক সেবনের জন্য তার মা শাহিনুর বেগমের কাছে টাকা চায়। মা টাকা দিতে অস্বীকৃতি জানানোয় সে তার মাকে মারধর করে। আহতাবস্থায় শাহিনুর বেগম স্বশরীরে উজিরপুর থানায় হাজির হয়ে অভিযোগ করেন। অভিযোগ পেয়ে পুলিশ তাৎক্ষনিক অভিযান চালিয়ে শফিকুলকে গ্রেফতার করে। পরে ওই দিন রাতেই তাকে উপজেলা নির্বাহী কর্মকর্তার ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে দুই বছরের কারাদণ্ডের আদেশ দেন। দণ্ড ঘোষিত হওয়ার পর শফিকুলকে বরিশাল কেন্দ্রিয় কারাগারে প্রেরণ করা হয়েছে বলে ওসি জানিয়েছেন।
বিডি প্রতিদিন/৩ অক্টোবর ২০১৭/হিমেল