নাটোরের লালপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আনসার আলী (৩০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার আড়বাব ইউনিয়নের মুরদহ গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
মৃত আনসার ওই গ্রামের ছিদ্দিক আলীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ জানান, গরুর জন্য ঘাস কেটে মাঠ থেকে বাড়ি ফিরছিলেন আনসার। এসময় বাড়িতে ডুকতে গিয়ে তার ঘাসের বোঝা ও হাতে থাকা হাসুয়া বিদ্যুতের তারের সাথে আটকে যায়। পরে হাসুয়া ও বোঝার টানে তারটি ছিড়ে গিয়ে তার উপর পড়ে যায়। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
বিডি প্রতিদিন/০৩ অক্টোবর ২০১৭/এনায়েত করিম