বরিশালের গৌরনদী উপজেলা সদরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দিনমজুর বাবুল বেপারীর (৫০) মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে দুর্ঘটনায় নিহত বাবুল গৌরনদী পৌরসভার গেরাকুল এলাকার ছোমেদ বেপারীর ছেলে।
পারিবারিক সূত্র জানায়, পৌরসভার গেরাকুল এলাকার দিনমজুর বাবুল সরদার মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সংলগ্ন এক বাড়িতে নারকেল গাছ পরিস্কার করতে যায়। দুপুর ১২টার দিকে নারকেল গাছ পরিস্কারের সময় অসাবধানতাবশত গাছ সংলগ্ন বিদ্যুতের ক্যাবলে স্পৃষ্ট হয়ে নিচে পরে দিনমজুর বাবুল বেপারী (৫০) গুরুতর আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় বাবুল বেপারীকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গৌরনদী থানার ওসি মো. মনিরুল ইসলাম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/৩ অক্টোবর ২০১৭/হিমেল