বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের মেদাকুল বাজারে পাটজাত পণ্য ব্যবহার না করার দায়ে ৩ ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সকালে গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা আক্তারের নেতৃত্বে মেদাকুল বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
পণ্যে পাটজাত দ্রব্য ব্যবহার না করার দায়ে মাতৃ ভান্ডারের মালিক মানিক সাহা, সোহেল স্টোরের মালিক মো. সোহেল এবং মিত্র স্টোরের মালিক স্বপন মিত্রকে ১ হাজার টাকা করে মোট ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
বিডি প্রতিদিন/৩ অক্টোবর ২০১৭/হিমেল