পটুয়াখালীর কলাপাড়ায় পল্লী বিদ্যুতের কয়েক মাসের উদ্ভট বিল নিয়ে অভিযোগ করেছেন এক গ্রাহক। ওই গ্রাহকের অভিযোগে জানা যায়, জুলাই মাসের বিলে পূর্ববর্তী রিডিং ৫৬১৫ এবং বর্তমান রিডিং ৫৬১৫ দেখানো হয়েছে। অথচ ব্যবহৃত ইউনিট দেখানো হয়েছে ৫।
একই গ্রহকের আগস্ট মাসের পূর্ববর্তী ও বর্তমান রিডিং একই রয়েছে। আর ৫ ইউনিট ব্যবহার দেখানো হয়েছে। আবার সেপ্টেম্বর মাসে পূর্ববর্তী ও বর্তমান রিডিং একই থাকলেও ব্যবহৃত ইউনিট দেখানো হয়েছে ৩০০। এর বিপরীতে টাকার অংকে বিল করা হয়েছে তিন হাজার দুইশত বিরাশি টাকা। পর পর তিন মাসে এমন ভৌতিক বিল এসেছে কলাপাড়ার বাদুরতলী এলাকার পল্লী বিদ্যুতের ৭৩৬-১০৫৫ নম্বর হিসাবধারী গ্রাহক মনিরের। আর এমন বিল নিয়ে বিপাকে পড়েছেন ওই গ্রাহক।
এ বিষয়ে জানতে চাইলে কলাপাড়া পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম জানান, গ্রাহকের মিটারটি বিকল হয়ে আছে। ফলে সেপ্টেম্বর মাসে গড় বিল করা হয়েছে। তবে খুব দ্রুত সংশ্লিস্ট গ্রাহকের মিঠারটি পুনঃস্থাপন করা হবে।
বিডি প্রতিদিন/৩ অক্টোবর ২০১৭/হিমেল