হবিগঞ্জে একটি আদালত হত্যা মামলার রায়ে ৪ জনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন। মঙ্গলবার বিকেলে হবিগঞ্জের অতিরিক্ত জেলা দায়রা জজ মাফরোজা পারভীন আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
রায়ে অপর পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে। এর মধ্যে দুইজনকে তিন বছরের এবং তিনজনকে এক বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।
মামলায় আনীত অভিযোগ প্রমাণিত না হওয়ায় ২৪ জন আসামিকে বেখসুর খালাস দেয়া হয়েছে।
মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্তরা হলেন- জেলার আজমিরীগঞ্জ উপজেলার জিলুয়া (বৈঠাখালী) গ্রামের দিলীপ দাস, গৌর মোহন দাস, সমীর দাস ও তপু দাস।
এছাড়া রায়ে একই গ্রামের গনেন দাশ ও গৌরাঙ্গ দাসকে তিন বছরের এবং রামু দাশ, নিরদ মোহন দাস ও রামচান দাসকে এক বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে।
আদালত সূত্রে জানা যায়, আসামিরা মাছ চাষকে কেন্দ্র করে এবং পূর্ব শত্রুতার জের ধরে ২০০১ সালের ১০ নভেম্বর আজমিরীগঞ্জ উপজেলার জিলুয়া (বৈঠাখালী) গ্রামের গৌরব চৌধুরীকে হত্যা করে।
ঘটনার পর দিন গৌরব চৌধুরীর ভাই গৌরাঙ্গ চৌধুরী বাদী হয়ে আজমিরীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার আলামত ও তথ্য-উপাত্ত সংগ্রহ, বিশ্লেষণ ও ২৫ জনের সাক্ষ্য গ্রহণ শেষে মঙ্গলবার এ রায় ঘোষণা করা হয়।
বিডি প্রতিদিন/০৩ অক্টোবর ২০১৭/এনায়েত করিম